Friday, January 6, 2017

ফিশ কাবাব


 

ফিশ কাবাব

Healthy foods

 

 

 

উপকরণ : ভেটকি মাছ, পেয়াজ, আদা বাটা, রসুন বাটা, গরম মসলা গুড়া, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, মরিচের গুড়া, বেসন, পাতি লেবুর রস, ঘি বা তেল , কিসমিস ডিম।
প্রণালি :
. প্রথমে মাছ সেদ্ধ করে কাটা বেছে পিষে নিন।
. তার সাথে পেয়াজ, আদা রসুন বেটে নিন।
. এবার চুলায় হাড়ি চাপিয়ে তেল বা ঘি দিয়ে পিষা মাছ, মসলা, মরিচের গুড়া লবণ দিয়ে ভাজতে থাকুন।
. তারপর অল্প পানিতে গুলানো বেসন সব কুচানো উপকরণ দিয়ে অল্প আচে ভাজতে থাকুন।
. ভাজা হলে কিসমিস কুচি, গরম মসলার গুড়া লেবুর রস দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলুন।
. ঠান্ডা হলে ডিম ভেঙ্গে মিশিয়ে কাবাবের মত গড়ে ছাকা তেল বা ঘি দিয়ে ভেজে নিন।
. তারপর যে কোনো সস, সালাদ ফ্রেন্স ফ্রাই দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
Share:

0 comments:

Post a Comment

Translate

Labels

Blog Archive

Your IP