Tuesday, January 3, 2017

বাঙালীর পাউরুটির পান্তুয়া

বাঙালীর পাউরুটির পান্তুয়া
 
 techniques



উপকরণ

ব্রাউন ব্রেড বা হোয়াইট ব্রেড - এর স্লাইস কয়েকটি তেকোনা করে বা চৌকো করে কেটে নিন (কটা বানাবেন এটা আপনি ঠিক করে নিন)। চিনি বেশ খানিকটা রস বানানোর জন্য ঘন দুধ - এক কাপ মত। সাদা তেল - বেশ খানিকটা

প্রণালী

একটা ডেকচি বা প্যানে জল নিয়ে ফোটান। ফুটে এলে চিনি মিশিয়ে জলটা মরাতে থাকুন। চামচ দিয়ে দেখে নিন, চিনির রসটা ঘন হল কিনা। ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা হতে দিন। এবার কড়াইতে তেল গরম করুন। তেল গরম হলে আঁচটা কমিয়ে নিন। এবার ঐ তেলে ডিপ ফ্রাই করে নিন ব্রেডগুলো। তুলে রাখুন। টিস্যু পেপার দিয়ে অতিরিক্ত তেলটা শুষে নিন। এবার ঐ আগের করে রাখা চিনির রসে ফ্রায়েড ব্রেডগুলো ভালো করে ডুবিয়েই তুলে একটা থালায় সাজান। এবার ঐ ঘন দুধটা ওপর থেকে চামচে দিয়ে ছড়িয়ে দিন। আপনি যদি দুধের সর প্রেফার করেন তবে দুধের বদলে সরটা চৌকো করে কেটে এক একটা পান্তুয়ার ওপর থেকে ভালো করে লাগিয়ে দিন। রেডি পাউরুটির পান্তুয়া।
Share:

0 comments:

Post a Comment

Translate

Labels

Blog Archive

Your IP