Thursday, January 5, 2017

সফট নান রুটি এর রেসিপি


সফট নান রুটি এর রেসিপি

cooking tips

 

উপকরনঃ
  • ময়দা -২কাপ
  • লবন/ চা চামচের বেশি
  • চিনি চা চামচ
  • তেল চা চামচ
  • বাটার টেবিল চামচ
  • ইস্ট চা চামচ + চিমটি
  • টক দই/ কাপ
প্রনালিঃ
    • / হালকা কুসুম গরম পানিতে ইস্ট চিনি দিয়ে মিনিট চুলার পাশে রেখে দিন।
    • বাকি উপকরনগুলো এক সাথে মিক্স করে নিন
    • ইস্ট গুলানো পানি অল্প অল্প করে ঢেলে সফট ডো তৈরি করে নিন
    • চুলার পাশে অল্প আঁচে ঢেকে রাখুন ঘন্টা
    • ঘণ্টা পর আবার ডো মাখিয়ে ছোট ছোট বল তৈরি করুন
    • এবার গোল করে বেলে মাঝখানে সামান্য বাটার দিয়ে পরোটার মতো আবার ভাল করে রুটি বেলুন
    • এতে রুটিটা ভাল ফুলবে এবং সফট হবে
    • রুটির থেকে মোটা করে বেলতে হবে
    • এবার ফ্রাই প্যানে মাঝারি আচে রুটি দিয়ে ঢেকে দিন এক পিঠ ফুলে উঠলে আরেক পিঠ উল্টে দিন
Share:

4 comments:

  1. 6 ta rutir jnno koto tuku poriman nite hobe???

    ReplyDelete
    Replies
    1. Sorry!!!! 1.5 cup flour a special nun 6ta kivabe hoi thik bujte parlam na!?!? mixing prokriya ta ektu bolben plz??? cz,amr ammuke dekhechi uni 3-4 cup ata niye 6-7 ta ruti banai...tai apnar deya porimaner shate,onno upadan gulor mixing shomporke thik bujte parchi na..ammuke surprise dibo tai unake o ask korte parchi na....help plz..

      Delete
    2. you have to use here east for that 1.5 is enough.ok?

      Delete

Translate

Labels

Blog Archive

Your IP