Wednesday, January 4, 2017

চিকেন ড্রামস্টিক


চিকেন ড্রামস্টিক


tecniches




উপকরণ

*      কেজি চিকেন লেগপিস (মোটামুটি টি হতে পারে কম-বেশি
*        টে ডিম
*      ৭৫ গ্রাম মাখন
*      টেবল চামচ কর্ণফ্লাওয়ার
*      টেবল চামচ ময়দা
*      নুন আন্দাজমত
*      ৭৫ গ্রাম আদা বাটা
*      ৭৫ গ্রাম রসুন বাটা
*      চা চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা
*      সাদা তেল ৩০০ গ্রাম মত।

প্রণালী

চিকেন লেগপিসগুলো মাঝখান থেকে ছুরি দিয়ে অল্প চিরে দিন| এবার চিকেনটা ভালো করে ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিন| এবার আদারসুন বাটা আর নুন দিয়ে মেখে একঘন্টা রেখে দিন| চিকেনটা নরম হয়ে গেলে| ব্যাটারটা বানিয়ে ফেলুন| চারটে ডিম ভালো করে ফেটিয়ে নিন| মাখনটা গলিয়ে ব্যাটারে মিশিয়ে নিন।এবার ওতে ময়দা আর কর্নাফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিন| কর্নফ্লাওয়ার যেন ভালো করে মিশে যায়| নুন আর লঙ্কাগুঁড়ো দিয়ে ফেটিয়ে নিন আরও খানিকটা| রেডি ব্যাটার| ব্যাটারটা পাতলাই হবেকারণ শুধুমাত্র একটা পাতলা লেয়ার তৈরি হবে চিকেনের গায়ে| কড়াইতে তেল দিন| এগুলো ডিপ ফ্রাই হবেতাই তেলটা বেশি লাগবে| তেল গরম হলে ম্যারিনেট করা চিকেনগুলো ব্যাটারে চুবিয়ে কড়াইয়ে ছাড়তে থাকুন| লাল হয়ে এলে তুলে নিন| এইভাবে বাকিগুলো করে ফেলুন| তৈরী চিকেন ড্রামস্টিক| সস আর স্যালাদের সাথে গরম গরম পরিবেশন করুন|
 
Share:

0 comments:

Post a Comment

Translate

Labels

Blog Archive

Your IP